টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনেছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

নিয়ন্ত্রক সংস্থার কাছে সোমবার জমাকৃত দলিলপত্র থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির ৭ কোটি ৩৫ লাখ শেয়ার ক্রয় করেছেন মাস্ক।

টুইটারে মাস্কের মালিকানাটিকে একটি পরোক্ষ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর অর্থ হচ্ছে যে, মাস্ক কোম্পানিটির একজন দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী যিনি ন্যূনতম পরিমাণ শেয়ার কেনা-বেচা করবেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে টুইটারে বাক্‌স্বাধীনতার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন মাস্ক। তাদের মূলনীতি পালনের ব্যর্থতা গণতন্ত্রকে অবমূল্যায়ন করে কিনা এমন প্রশ্নও তোলেন।

একটি প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করেছেন মাস্ক। খাতটির বিশ্লেষকেরা এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন যে, রগচটা এই প্রধান নির্বাহী কত দিন পরোক্ষ দায়িত্ব পালন করতে পারবেন।

এ খবর প্রকাশের পর সোমবারে লেনদেনের শুরুর আগেই টুইটারের শেয়ারের দাম ২৫ শতাংশ বৃদ্ধি পায়।

একটি প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে তিনি ‘গুরুতরভাবে চিন্তাভাবনা করছেন’ বলে মাস্ক টুইটারে তার ৮ কোটি অনুগামীকে জানান। টুইটার ব্যবহারের বিষয়ে কয়েকবার তার সঙ্গে আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর জটিলতা তৈরি হয়েছে।

টেসলার বছরের প্রথম তিন মাসের গাড়ি বিক্রির সংখ্যা প্রকাশের মাত্র দুই দিন পরেই টুইটারে মাস্কের শেয়ার ক্রয়ের খবরটি প্রকাশ পেল। এ সময় কোম্পানিটি ৩ লাখ ১০ হাজার গাড়ি বিক্রি করে। তবে সংখ্যাটি প্রত্যাশার তুলনায় কিছুটা কম।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?