রাজ্যে গুণগত শিক্ষার বিকাশের সঙ্গে সঙ্গে মেধার বিকাশ ঘটছে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২ এপ্রিল।। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর গুণগত শিক্ষার প্রসারে অনেকগুলি প্রকল্প চালু করেছে। রাজ্যে এনসিইআরটি কোর্স চালু করা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কিম চালু করা হয়েছে। এতে রাজ্যে গুণগত শিক্ষার বিকাশের সঙ্গে সঙ্গে মেধার বিকাশ ঘটছে।

আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিলোনীয়ার বাঁশপদুয়া জওহর নবোদয় বিদ্যালয়ের নবনির্মিত পাকাবাড়ির উদ্বোধন করে একথা বলেন। মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তিরও আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৬ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশে নতুন শিক্ষানীতি চালু করা সম্ভব হয়েছে। এই শিক্ষানীতি রোজগারমুখী শিক্ষানীতি।

পূর্বতন শিক্ষানীতিতে শিক্ষা গ্রহণের পর ডিগ্রি অর্জন করে তবেই কাজের সন্ধানে বের হতে হতো। বর্তমান নতুন শিক্ষানীতিতে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষানীতিতেই কাজের সংস্থানের নতুন দিশা দেখানো হয়েছে। শিক্ষার সঙ্গে সঙ্গে রোজগার যুক্ত করা হয়েছে। টেকনিক্যাল শিক্ষায় জোর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই নতুন শিক্ষানীতি চালু করা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, সুষ্ঠু নিয়োগনীতির মাধ্যমে ত্রিপুরায় নিয়োগ করা হচ্ছে। স্বচ্ছ নিয়োগনীতির ভিত্তিতে মেধা অনুযায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে। যার ফলে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে চা শ্রমিকের ছেলেও টিসিএস অফিসার হচ্ছে এই সরকারের আমলে।

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, মহিলা স্বশক্তিকরণের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ করা হয়েছে। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে এই সরকার কাজ করছে। করোনাকালে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। করোনাকালেও দেশকে পিছিয়ে পড়তে দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রী বলেন, জাতীয়মানের সূচক অনুসারে সময়োপযোগী শিক্ষার সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে নবোদয়, কেন্দ্রীয় বিদ্যালয় ও একলব্য বিদ্যালয়ের সুফল রাজ্যেও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সাজুয্যপূর্ণ জাতীয় শিক্ষানীতির রূপায়ণের মাধ্যমে রাজ্যেও সময়োপযোগী শিক্ষা প্রদানের সুযোগ সম্প্রসারিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ গতিমুখ বিষয়ে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, দক্ষিণ জেলার পুলিশ আধিকারিক ড. কুলবন্ত সিং, জওহর নবোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণময় নাথ। স্বাগত ভাষণ দেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ। ২৫ একর জায়গায় ৪১ কোটি ৭৫ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয় করে বিলোনীয়া জওহর নবোদয় বিদ্যালয়ের পাকা বাড়িটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে ২৪০ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?