অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপটে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বড় সংঘাত শুরু হতে পারে; মূলত এই আশঙ্কা থেকে এমন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ‘মিনিটম্যান-থ্রি’ ১০ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। যাকে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
প্রথমে গত ২ মার্চ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর কথা ছিল। তখন ইউক্রেনে রুশ হামলার প্রথম সপ্তাহ চলছিল। সেসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেন। তাই নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র আইসিবিএম পরীক্ষার সময় পিছিয়ে দেয়।
যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির ঝুঁকি এড়াতে তারা ‘মিনিটম্যান-থ্রি’র পরীক্ষা বিলম্বিত করছে। মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র এবারও সেই একই কারণের কথাই জানালেন। তবে যুক্তরাষ্ট্রের কৌশলগত বাহিনী তাদের প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসী।