‘আমাদের সম্পর্কের ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে মূল শব্দ হলো- বন্ধুত্ব।’ : লাভরভ

অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। ইউক্রেন সংকটকে ‘একতরফাভাবে না দেখে সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিবেচনা করায়’ ভারতকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ ধন্যবাদ জানান।

লাভরভ বলেন, ‘ভারত যে এই পরিস্থিতিকে একতরফাভাবে না দেখে সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিবেচনা করছে, আমরা এই বিষয়টির প্রশংসা করি। আপনারা আমাদের অবস্থান জানেন। আমরা কিছু গোপন করি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্কের ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে মূল শব্দ হলো- বন্ধুত্ব। অতীতে অনেক কঠিন সময়ে আমাদের সম্পর্ক খুব মজবুত ছিল। আমরা অবশ্যই বিশ্বব্যবস্থার ভারসাম্য বজায় রাখতে আগ্রহী। আমরা জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ, ফার্মাসিউটিক্যাল শিল্প প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখছি।’

জটিল আন্তর্জাতিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘ভারত সবসময় আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভেদাভেদ ও বিরোধ সমাধানের পক্ষে।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে ‘ইউক্রেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি’ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ভারত ও চীন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানানো থেকে বিরত রয়েছে। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহে লাভরভের চীন সফরের পর বেইজিং বলেছে, তারা রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘আরও দৃঢ়প্রতিজ্ঞ’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?