অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী। আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের মৃত্যুর খবরে অনেকেই অবাক হয়েছেন। মুম্বাই মাদক মামলা এক বিরাট মোড় নেয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তারের পর থেকে। এই মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। তিনিই এই মামলার প্ৰাক্তন তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেপ্তার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তারপর সেই সমীরের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করে সেইল অভিযোগ করেছিলেন, কেপি গোসাভির সঙ্গে তিনি ওয়াংখেড়েকে কথা বলতে শুনেছেন। সেখানে ওয়াংখেড়ে আরিয়ান মামলায় ১৮ কোটি ঘুষ নেওয়ার কথা বলছিলেন।
তবে এসব তথ্য ফাঁস করে ভয়ও পাচ্ছিলেন সেইল। তার আশঙ্কা ছিল, এসব কথা প্রকাশ্যে আনায় তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ওয়াংখেড়ে জোর করে তাকে কিছু কাগজে সই করিয়েছিলেন।
সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে নিশ্চিত করেছেন, এই মৃত্যুর পেছনে তার পরিবার কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন না। প্রভাকরের বাড়িতে বর্তমানে তার মা, স্ত্রী এবং সন্তান রয়েছেন।