অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। অধিকৃত পশ্চিম তীরে তিন অস্ত্রধারী তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
এই ব্যাপারে ফিলিস্তিন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরের আগে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রধারী ওই তিনজন নিহত হন। এতে চার ইসরায়েলি কর্মকর্তা আহত হন।
নিহত তিনজনকে সন্ত্রাসী দাবি করেছে ইসরায়েল। দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘এটা একটা সন্ত্রাসী সেল যা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, এবং তারা আরেকটা আক্রমণের পথে ছিল। ’
ইসরায়েল মারাত্মক আরব হামলার পর গত সপ্তাহ থেকে উত্তেজনা বেড়েছে সেখানে। কর্মকর্তারা মুসলিমদের পবিত্র রমজান মাসকে সামনে রেখে হামলার সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে সতর্ক করেছেন।
গত মঙ্গলবার, এক অস্ত্রধারী ফিলিস্তিনের গুলিতে ইসরায়েলের বিনেই ব্রাক শহরে পাঁচজন নিহত হন। পরে ওই বন্দুকধারীকে হত্যা করে পুলিশ। এক সপ্তাহে ইসরায়েলে আরব হামলায় নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।