পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম

অনলাইন ডেস্ক,১ এপ্রিল।। অগ্নিমূল্য জ্বালানি। পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এক লাফেই ২৬৮ টাকা বাড়ল গ্যাসের দাম। তবে গৃহস্থকে স্বস্তি দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতাতেও সিলিন্ডারের দাম একই রয়েছে। দাম বেড়েছে দিল্লি, মুম্বই ও চেন্নাইতে। তবে এক মাসের মধ্যেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় এর প্রভাব পড়বে রেস্তরাঁগুলিতে। ফলে বাড়তে পারে খাবারের দাম।

ন্যাশনাল ওয়েল মার্কেটিং কোম্পানির তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৬৪ টাকা ৫০ পয়সা বাড়ছে। এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ২৩৫১ টাকা ৫০ পয়সা। আজ থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছেন গৃহস্থরা। বিগত দুই মাস ধরেই বাড়ছে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারর দাম। সিলিন্ডার প্রতি ৩৪৬ টাকা দাম বেড়েছে এখনও অবধি। গত ১ মার্চ ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপরে ২২ মার্চ তার দাম ৯ টাকা কমানো হয়। কিন্তু গতকাল ফের একবার একধাক্কায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৬৪ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। অন্যদিকে, হোটেল-রেস্তরাঁগুলিতে ব্যবহৃত হয় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার। দিল্লিতে সিলিন্ডার পিছু নতুন দাম হয়েছে ২৩৫১ টাকা ৫০ পয়সা। মুম্বইতে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২২০৫ টাকা। অন্যদিকে, চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২৪০৬ টাকা।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর চার রাজ্যেই জয়যুক্ত বিজেপি। তার তার পর থেকে বাড়তে শুরু করেছে জ্বালানি মূল্যের দাম। বেড়েছে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। নির্ধারিত মূল্য থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে।

প্রতি দিনই বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। ফলে একদিকে করোনায় বহু মানুষ কাজ হারিয়েছে, বহু মানুষ বেকার। তার পরেও নিত্য দিন জ্বালানি মূল্যের পাশাপাশি নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের জীবনে। বিরোধীদের জয়যুক্ত করা ফল ভুগছে মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?