অনলাইন ডেস্ক,১এপ্রিল।। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে দাম বাড়ল ৮০০ ওষুধের। গত সপ্তাহেই ঘোষণা হয়েছিল এই মূল্য বৃদ্ধির। সেই মতো থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, হার্টের ওষুধ, সংক্রামক ওষুধ সহ দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ওষুধের। ওষুধের দাম বৃদ্ধির কথা জানিয়েছে ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি।
এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। পাঁচ রাজ্যের ভোট মিটতেই বেড়েছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। বেড়েছে মানুষের দুর্দশা। আম-জনতার দুর্দশা আরও বাড়াতে এবার ৮০০ অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ল।
উচ্চরক্তচাপ, রক্তাল্পতা, সংক্রমণ, হৃদরোগ, ত্বকের অসুখের মত রোগের ওষুধের দাম অনেকটাই বাড়ল। ২০২০ সালের তুলনায় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত পাইকারি মূল্য বৃদ্ধির সূচক ১০.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাইকারি মূল্য বৃদ্ধির সূচক বৃদ্ধি পাওয়ায় প্রতিটি জিনিসের দাম বেড়েছে। ওষুধ তৈরির কাঁচামাল ও উৎপাদন খরচ বেড়েছে। সেকারণেই দাম বাড়তে চলেছে ওষুধের।
অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল, সিপ্রোফ্লক্সাসিন, ফেনোবার্বিটোন, হাইড্রোক্লোরাইড, মেট্রোনিডাজল, ফেনিটোইন, সোডিয়ামের মত অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ছে।
বেশ কিছুদিন পর তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রান্নার গ্যাসের দাম। জ্বালানির বাড়ায় বাড়তে শুরু করেছে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। সেই ধাক্কা লাগল ওষুধের দামে।
করোনার কারণে গত দু’বছরে মানুষের দুর্ভোগের শেষ নেই। করোনার কারণে বহু মানুষ কর্মচ্যুত। ওষুধের দামে আগুন ধরলে জীবন আরও সংশয় হবে।