ইনস্টাগ্রামের পোস্ট দেখেই নিজেদের মনগড়া কিছু বানিয়ে নেবেন না : আলিয়া

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে এই মুহূর্তে একটি উত্তেজনার নাম আরআরআর। নির্মাতা এস এস রাজমৌলির এই সিনেমাটি ইতিমধ্যেই ৬৭২ কোটি রুপির বক্স অফিস কালেকশন পেরিয়ে এখনও সেই ধারা ঊর্ধ্বমুখী। আর এটিই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রথম দক্ষিণী সিনেমা। মুক্তির আগে কয়েক মাস ধরে সিনেমাটির প্রধান দুই অভিনেতা জুনিয়র এনটিআর ও রামচরণের সঙ্গে সমানতালে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

তবে বেশ কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু খবরে দেখা গেছে আরআরআর প্রমোশনের অনেক ছবি ও পোস্ট নাকি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করেছেন আলিয়া। এমন খবরও ছড়িয়েছিল, এই সিনেমায় যতটা সময় স্ক্রিনে আলিয়ার উপস্থিতির কথা, ততটা সময় দেখা যায়নি তাকে, তাই পরিচালক রাজমৌলির ওপর খুশি নন আলিয়া। এ রকম অনেক প্রশ্নের জবাব দিয়ে ইনস্টাগ্রামে এক স্টোরি পোস্ট করেছেন অভিনেত্রী।

সেই স্টোরিতে আলিয়া লেখেন, ‘এই কদিন ধরে নানা গুজব শুনছি, আরআরআর সিনেমার পোস্ট ডিলিট করার পেছনে নাকি আমার ক্ষোভ এবং অপ্রত্যাশিত কোনো ঘটনা লুকিয়ে আছে। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি ইনস্টাগ্রামের পোস্ট দেখেই নিজেদের মনগড়া কিছু বানিয়ে নেবেন না, আমি সব সময়ই পুরোনো পোস্ট ডিলিট করে থাকি, যাতে বেশি ছবি একসঙ্গে জমা না হয়।’

এখানেই শেষ নয়। আলিয়া বলেন, ‘আমি শুধু একটি কারণেই এই ঘটনার প্রসঙ্গে কথা বলছি। রাজমৌলি স্যার এবং অন্যদের এত বছরের প্রচেষ্টা, পরিশ্রম যাতে বিফলে না যায়। তাদের স্বার্থে আমি কোনোরকম ভুল তথ্য মেনে নিতে নারাজ।’

একই সঙ্গে সেই পোস্টে আরআরআর-এর টিমের প্রতি ভালোবাসা এবং আবেগ প্রদর্শন করতেও ভোলেননি অভিনেত্রী। এই টিমের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেন আলিয়া।

এই সিনেমায় সীতার চরিত্রটিও যে আলিয়ার খুবই পছন্দের সে কথাও জানিয়েছেন পোস্টে। একই সঙ্গে জানিয়েছেন, রাজমৌলি এবং দুই সহ-অভিনেতা জুনিয়র এনটিআর ও রামচরণের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি তিনি। তাদের সঙ্গে এই অভিজ্ঞতা ভোলার নয়। নানা বিতর্কের জবাবে আলিয়ার এই পুরো পোস্টে ফুটে উঠেছে আরআরআর-এর প্রতি তার ভালোবাসার কথা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?