অনলাইন ডেস্ক,১এপ্রিল।। প্রথমবারের মতো নিজের শিবিরের ভিন্নমতের কথা স্বীকার করলেন এবং তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএন।
বৃহস্পতিবার রাত্রিকালীন ভাষণে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের দুই সিনিয়র সদস্যকে বরখাস্তের ঘোষণা দেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘আজ ভিলেনদের বিষয়ে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বাসঘাতকদের সামলানোর সময় আমার নেই, কিন্তু পর্যায়ক্রমে তাদের সবাই শাস্তি পাবে।’
বরখাস্ত দুই জেনারেল হলেন ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নওমভ আন্দ্রি ওলেহোভিচ এবং খেরসন অঞ্চলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার অফিসের প্রধান ক্রিভোরুচকো সের্হি ওলেকসান্দ্রোভিচ। কেড়ে নেওয়া হয়েছে তাদের পদমর্যাদাও।
পাশাপাশি একই মনোভাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করে দেন, যারা ‘সামরিক শপথ লঙ্ঘন করবে’ অবশ্যম্ভাবীভাবে সিনিয়র সামরিক পদ থেকে বঞ্চিত করা হবে।