অনলাইন ডেস্ক,১ এপ্রিল।। পেশাদারি ক্যারিয়ারের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক পিটার নেভিল। সেই সঙ্গে শেষ হলো পেশাদারি ক্রিকেটের শীর্ষ পর্যায়ে তার ১৩ বছরের ক্যারিয়ার।
চলতি বছরের ফ্রেব্রুয়ারি থেকে মাঠে দেখা যায়নি নেভিলকে। কাঁধের চোটের কারণে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউর) হয়ে আগেই মৌসুম শেষ করতে হয় তাকে।
২০১৫ সালে অ্যাশেজ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক হয় নেভিলের। অভিষেক টেস্টে লর্ডসে ম্যাচ জেতানো ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। ৩৬ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটারকে সাদা পোশাকে শেষবার দেখা যায় ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্টে।
প্রোটিয়াদের বিপক্ষে সেই টেস্টে হারে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে হারে সিরিজও। এরপর ম্যাথু ওয়েডের কাছে জায়গা হারান নেভিল। টেস্ট ছাড়াও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে কখনো ওয়ানডে খেলা হয়নি তার। বিশেষজ্ঞ ব্যাটার-উইকেটরক্ষক হিসেবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেন নেভিল।
জাতীয় দলে তেমন সুযোগ না পেলেও নিউ সাউথ ওয়েলসের হয়ে রেকর্ড-ভাঙা ক্যারিয়ার ছিল তার। ব্লূজদের তিনি ৪৩টি শিল্ড ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যা যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। এছাড়া এনএসডব্লিউর হয়ে সর্বোচ্চ ১০০ শিল্ড ম্যাচ খেলা চার খেলেয়াড়দের একজন তিনি।