বিদেশি ক্রেতাদের ১ এপ্রিল থেকে গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত একটি আদেশ অনুযায়ী, বিদেশি ক্রেতাদের ১ এপ্রিল থেকে গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার তিনি বলেন, রুশ মুদ্রায় টাকা দিতে অস্বীকার করলে চুক্তি স্থগিত করা হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যাদের ‘বন্ধুত্বসুলভ নয়’ বলে অভিহিত করেছেন পুতিন, তাদের লক্ষ্য করেই এই আদেশ ।

পুতিন টেলিভিশন বক্তব্যে বলেন, রাশিয়ার প্রাকৃতিক গ্যাস কেনার জন্য ওই দেশগুলোকে অবশ্যই রুশ ব্যাংকে রুবলে অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টগুলো থেকে টাকা দিতে যাবে।

আরও বলেন, যদি ওই পদ্ধতিতে টাকা দেওয়া না হয় তবে এটাকে আমরা ক্রেতাদের পক্ষ থেকে ত্রুটি বা ডিফল্ট হিসেবে বিবেচনা করব। এর ফলাফল নিশ্চিতভাবেই আসন্ন। কেউ আমাদের কাছে টাকা ছাড়া কিছুই বিক্রি করে না এবং আমরা দাতব্য কাজও করছি না অর্থাৎ এখন যে সব চুক্তি রয়েছে তা বন্ধ হয়ে যাবে।

এত কড়া কথা বলা সত্ত্বেও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জানান, তারা পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং বলা হয়েছে, বিদ্যমান চুক্তিগুলো বহাল থাকবে।

ইউরোপ গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়ার কাছ থেকে পায়। আগের চুক্তিতে ইউরো অথবা ডলারে টাকা পেতো রাশিয়া। পশ্চিমা সরকার ও কোম্পানিগুলো প্রস্তাবিত পদক্ষেপটিকে ওই চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

যুদ্ধ শুরু হওয়ার পরপরই রুবলের মূল্য নেমে গেলেও এখন আবার তা ফিরে এসেছে যুদ্ধের পূর্ববর্তী অবস্থায়।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। প্রতিক্রিয়ায় একাধিক দেশের পক্ষ থেকে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে রাশিয়ার ওপর। রুবলের অর্থ প্রদানে বাধ্য করার পদক্ষেপটি সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘প্রতিশোধ’ হিসেবে দেখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?