অনলাইন ডেস্ক,১ এপ্রিল।। বিশ্ব জুড়ে জ্বালানি সংকট। জ্বালানি বাঁচিয়ে বিশ্বকে নিরাপদ রাখার বার্তা ছড়াতে আধুনিক ই রিকশা ব্যবহার জরুরি। জ্বালানি বাঁচাও বার্তা নিয়ে কর্নাটক থেকে জ্যোতি বিগনেস পাড়ি দিয়েছে ত্রিপুরা।
জ্যোতি মাইক্রোবায়োলজি পড়ুয়া। সে ই রিকশা চালিয়ে পুরো ভারত ঘুরে বেড়ানোর জন্য যাত্রা শুরু করেছিল ব্যাঙ্গালোর থেকে। ৫ই ডিসেম্বর ২০২১ সাল থেকে সে যাত্রা শুরু করে। ১০ টি রাজ্য অতিক্রম করে এসে পৌঁছায় ত্রিপুরার খোয়াইতে
যাত্রাপথে এখন পর্যন্ত ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে জ্যোতি। সে জানায় চার মাস যাত্রা শেষে সে একাই দুর্গম পাহাড় এবং অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে ত্রিপুরায় এসে পৌঁছায় এবং সে আগামী দিনে সারা ভারত ঘুরবে। সে জনসাধারণকে বার্তা দিতে চায় বর্তমান সময়ে ফসিল ফুয়েল বা খনিজ জ্বালানি একবার ফুরিয়ে গেলে আর পাওয়া যায় না। অর্থাৎ পেট্রোলিয়াম ব্যবহার যাতে আমরা সীমিত করে আগামী দিনে আমরা আমাদের পৃথিবীটাকে বাঁচাতে পারি এবং ভবিষ্যত প্রজন্মকে কিছুটা হলেও স্বাচ্ছন্দে কাটানোর মত অবস্থায় রেখে যেতে পারবো সেই উদ্দেশ্যেই তারই যাত্রা।
ব্যাটারি চালিত ই রিক্সায় সে ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন প্রায় ২০০ কিলোমিটার। যাত্রাপথে পথচারীরা তাকে বিভিন্ন জায়গায় সহায়তা করছে। তাকে দেখে খোয়াই বেলতলি এলাকাবাসী উৎসাহিত হন।