অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। অবিবাহিত কন্যা এবার অভিভাবকের কাছ থেকে দাবি করতে পারবেন বিবাহের খরচ। খুব সম্প্রতি এই নজিরবিহীন রায় দিয়েছে ছত্তিশগড় আদালত।
বিচারপতি গৌতম ভাদুড়ি এবং সঞ্জয় এস অগ্রবালের একটি ডিভিশন বেঞ্চ তাদের রায় জানিয়েছে 3 (b) (ii) ধারায় দ্ব্যর্থহীন শর্তে অভিভাবককে অবিবাহিত কন্যার বিয়ের জন্য যে খরচ তা দিতে হবে।
বিচারপতি ভাদুড়ি এবং বিচারপতি অগ্রবালের ডিভিশন বেঞ্চ একটি পারিবারিক মামলার শুনানি করছিলেন। যেখানে আবেদনকারী মহিলা জানান তিনি একজন অবিবাহিত তাঁর ভবিষ্যত জীবনের সুরক্ষার জন্য তিনি তাঁর বাবার কাছ থেকে ২৫ লাখ টাকা দাবি করছেন। তাঁর আরও যুক্তি ছিল বাবা অবসরকালীন অর্থ হিসেবে পেয়েছেন ৭৫ লক্ষ টাকা। সেখান থেকে তিনি তাঁর অবিবাহিত কন্যার ভবিষ্যতের জন্য এই অর্থ দিতেই পারেন।
উল্লেখ্য এর আগে মাদ্রাজ হাইকোর্ট আর দুরাইরাজ বনাম সীতালক্ষ্মী আম্মলের এক মামলায় সীতালক্ষী আম্মলের পক্ষে রায় দেয়। রাজ্যেশ্বরী বনাম ভানুরামের এই মামলায় বিচারপতি গৌতম ভাদুড়ি এবং সঞ্জয় এস অগ্রবালের একটি ডিভিশন বেঞ্চের সেই রায়কে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।