অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। স্রেফ দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মৃত্যুর হাত থেকে বাঁচলেন ইউক্রেনের মেকোলিয়েভের প্রদেশপাল। মঙ্গলবার মেকোলিয়েভের প্রদেশপাল ভিতালি কিমের দপ্তরে আছড়ে পরে রুশ ক্ষেপণাস্ত্র। এই ঘটনায় কমপক্ষে ১২ জন মানুষ নিহত এবং ৩৩ জন আহত হন। কিন্তু ঘটনাক্রমে বেঁচে যান কিম। কারণ সেই সময়ে দপ্তরে হাজির থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
আগের দিন দপ্তর থেকে দেরি করে বাড়ি ফেরায় তিনি ক্লান্ত হয় পড়েন। অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন কিম। আর এর ফলেই দেরি করে দপ্তরে পৌঁছান তিনি। কিন্তু ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দপ্তর।
কিমের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়। রাশিয়ার কিয়েভ দখলের আশা কোনও দিন পূরণ হবে না বলে পরিহাস করে ভিডিও পোস্ট করছিলেন কিম। আর সেই কারণেই তিনি হত্যার লক্ষ্য হয়ে ওঠেন বলেও তিনি দাবি করেন।
প্রসঙ্গত, মেকোলিয়েভ কৌশলগত ভাবে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর। আর এই শহরের সুরক্ষা ব্যবস্থার ভার কিমের উপরেই। গত কয়েক সপ্তাহ ধরেই এই শহর রুশ সেনা, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র এবং রকেটের হামলা সফল ভাবে ঠেকাচ্ছে।