উমেশের ভুলের বড় মাশুল দিল কলকাতা

অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। মোক্ষম সময়ে ভয়ানক ভুল। যার মাশুল দিয়ে আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। পুরনো দলের কাছ থেকে জীবনদান পেয়ে দীনেশ কার্তিক ম্যাচ জেতালেন ব্যাঙ্গালোরকে।

কলকাতার হাতে পুঁজি ছিল মাত্র ১২৮ রানের। তবে পালটা ব্যাট করতে নেমে মোটেও সহজে রান তুলতে পারেনি আরসিবি। একসময় তারা ১৮.১ ওভারে ৭ উইকেটে ১১৩ রানে দাঁড়িয়েছিল। ক্রিজে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক ও হার্ষাল প্যাটেল।

১৮.২ ওভারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আরসিবির দুই ব্যাটসম্যান পিচের একই প্রান্তে চলে আসেন। তবে উমেশ যাদব ভুল প্রান্তে থ্রো করেন।

তিনি বোলার বেঙ্কটেশ আইয়ারের হাতে বল ছুঁড়লে দীনেশ কার্তিক নিশ্চিতভাবেই রান-আউট হয়ে সাজঘরে ফিরতেন। উমেশের ভুলের সুযোগে সে যাত্রায় জীবনদান পেয়ে যান কার্তিক।
https://www.iplt20.com/video/41602/two-batters-one-crease—no-run-out?tagNames=2022
১৯তম ওভারে হার্ষাল ২টি বাউন্ডারি মারেন। শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল আরসিবির। কার্তিক রাসেলের প্রথম বলে ছক্কা মেরে স্কোর লেভেল করেন। দ্বিতীয় বলে চার মেরে দীনেশ ম্যাচ ছিনিয়ে নেন কেকেআরের কাছ থেকে। অথচ সেই সময় কার্তিক আউট হলে ম্যাচে রং বদলে যেতে পারত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?