অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। কোচ হানসি ফ্লিকের অধীনে জার্মানির টানা আট জয়ের দৌড় থামাল নেদারল্যান্ডস। আমস্টারডামে বদলি হিসেবে মাঠে নামা স্টিভেন বারউইনের গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১-১ ব্যবধানে রুখে দিয়েছে ডাচরা।
ঘরের মাটিতে প্রীতি ম্যাচটিতে পিছিয়ে থেকে বিরতিতে যায় লুই ফন গালের শিষ্যরা। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে জার্মানিকে গোল এনে দেন টমাস মুলার। জাতীয় দলের হয়ে বায়ার্ন মিউনিখ তারকার এটি ৪৩তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন বারউইন। ৬৮তম মিনিটে ডামফ্রাইসের অ্যাসিস্টে ডাচদের সমতায় ফেরান টটেনহাম ফরোয়ার্ড।
গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল জার্মানি। এই আসরের পর কোচ জোয়াকিম লোর স্থলাভিষিক্ত হন ফ্লিক। এই জার্মান কোচের অধীনে ফের চাঙা হয়ে উঠে জার্মানরা।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে গেছে জার্মানি ও নেদারল্যান্ডসের।
অন্যদিকে প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। ঘরের মাটিতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে হারিয়েছে ফরাসিরা। এই নিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দিদিয়ের দেশমের দল।
সমান গোলের জয় পেয়েছে স্পেনও। পুরো ম্যাচে ছড়ি ঘোরানো স্প্যানিশরা ঘরের মাটিতে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। স্পেনের হয়ে জোড়া গোল করেছেন আলভারো মোরাতা ও পাবলো সারাবিয়া।
আরেক প্রীতি ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। আইভরি কোস্টের বিপক্ষে সমান গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ডেনমার্ক।