অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসির রেকর্ড ভাঙলেন লুইস সুয়ারেস। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা এখন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ২-০ গোলে জিতেছে উরুগুয়ে। ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে ৪ মিটার দূর থেকে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সুয়ারেস। গোলটি করে মেসিকে টপকে যান তিনি।
দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন জানায়, বাছাইপর্বে ৬২ ম্যাচে ২৯ গোল পেলেন সুয়ারেস। যা মেসির চেয়ে দুই গোল বেশি।
বাছাইয়ের আরেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা আর্জেন্টিনার হয়ে গোলের দেখা পাননি মেসি। অন্যদিকে, চিলির বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে উরুগুয়ে। ম্যাচের শেষ মুহূর্তে দলের দ্বিতীয় গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। এ নিয়ে নতুন কোচ দিয়েগো আলোনসোর অধীনে বাছাইপর্বে টানা চার ম্যাচ জিতল উরুগুয়ে।
গত ডিসেম্বরে কোচ অস্কার তাবারেজকে বরখাস্ত করে উরুগুয়ে। তার অধীনে টানা চার হারে বিশ্বকাপের টিকিট পাওয়াটাও ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল ‘লা চেলেস্তে’রা । তবে তাবারেজের স্থলাভিষিক্ত হওয়া আলোনসোর অধীনে ঘুরে দাঁড়িয়ে বাছাইয়ের তালিকায় চতুর্থ স্থানে থেকে সরাসরি কাতার বিশ্বকাপ নিশ্চিত করল উরুগুয়ে।
উরুগুয়ে ছাড়াও কনমেবল থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইকুয়েডর। পাঁচে থাকা পেরুকে কাতার যেতে হলে পার হতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।