অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। মিসাইল উৎক্ষেপণে ফের বড় সাফল্য পেল ভারত। জানা গিয়েছে, বুধবার উড়িষ্যার বালাসোর উপকূলে মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেমের দুটি সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। এমনটাই জানিয়েছেন ডিআরডিও-র কর্মকর্তারা।
ডিআরডিও-র (DRDO) তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। এটি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের অংশ। আকাশে দ্রুতগতিতে চলা একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে পেরেছে মিসাইলটি। সরাসরি আঘাত হেনে ধ্বংস করা হয়েছে লক্ষ্যবস্তুটিকে। ৭০ কিলোমিটার পাল্লার প্রতিকূল বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করার জন্য ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এই মিসাইলটি। ভারতীয় অস্ত্রাগারকে দিনে দিনে আরও মজবুত করতে অগ্রসর হয়েছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বালাসোর থেকে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছিল। তখনও পরীক্ষা সাফল্য পেয়েছিল।