অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। ভারী বৃষ্টিতে গাড়ি চালানো যতখানি বিপজ্জনক, প্রবল তুষারপাতে ড্রাইভিং তারচেয়েও বেশি বিপদের। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দুই ক্ষেত্রেই প্রাথমিকভাবে গাড়ির গতি কম থাকা উচিত। না হলেই অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে যে কোনও সময়। সেটাই হল মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রবল তুষারপাতে ভয়ংকর দুর্ঘটনা ঘটল সেখানে। তুষারপাতে দৃশ্যমানতা কমে যাওয়ায় ৫০ থেকে ৬০টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। সোমবার পেনসিলভেনিয়ার অন্তর্দেশীয় সড়কে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার একটানা অতিরিক্ত তুষারপাতে রাস্তায় দৃশ্যমানতা ছিল না বললেই চলে। তার ফলেই স্থানীয় সময় সকাল সাড় দশটা নাগাদ পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনাটি ঘটে। ৫০ থেকে ৬০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একাধিক প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পেনসিলভেনিয়ার ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
This happened on Interstate 81 in Pennsylvania today pic.twitter.com/ONUUGOdtrH
— 🥀_Imposter_🕸️ (@Imposter_Edits) March 28, 2022
সেখানে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিপজ্জনক গতিতে একটির পর একটি গাড়ি একে অপরকে ধাক্কা মারছে। অল্প আহতদের গাড়ি থেকে কোনোমতে নেমে আসতে দেখা যায়। সংঘর্ষের ফলে বেশকিছু গাড়িতে পরে আগুন ধরে যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পেনসিলভেনিয়ার অন্তর্দেশীয় সড়কের ওই জায়গাটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় উদ্ধার কাজে বড়সড় সমস্যা হয়। দূর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ৩ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। প্রশ্ন উঠছে, ভারী তুষারপাতের পূর্বাভাস থাকলেও বিপজ্জনক গতিতে কেন গাড়ি চালাচ্ছিলেন চালকরা।