স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ মার্চ।। আগরতলা বইমেলার আজ ছিল পঞ্চম দিন। আজ ৪০তম আগরতলা বইমেলার পঞ্চম সন্ধ্যায় ছিল আলোচনাচক্র, বই প্রকাশ, সাহিত্য পত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কবি ও কবিতার মুক্তমঞ্চে আজ বাংলা, ককবরক ও ইংরেজি ভাষায় মোট ৮টি বই প্রকাশিত হয়। এছাড়া তিনটি লিটল ম্যাগাজিনের মলাট উন্মোচন করা হয়৷ নতুন বইয়ের মলাট উন্মোচন করেন কবি নন্দকুমার দেববর্মা, রমেশ দেববর্মা, বিকাশ রায় দেববর্মা, অমূল্য রতন জমাতিয়া ও শ্যামল রায় চৌধুরী।
আজ মূল সাংস্কৃতিক মঞ্চ প্রয়াত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হয়। এই মঞ্চে সাহিত্য পত্রিকা ‘প্রতিভাস’-এর বইমেলা সংখ্যা প্রকাশ করা হয়। এই সাহিত্য পত্রিকার বিষয়ে আলোচনা করেন প্রাক্তন অধ্যক্ষ রামেশ্বর ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, উপন্যাসিক দিলীপ রায় ও বিশিষ্ট কবি সঞ্জীব দে। এই পত্রিকার সম্পাদক হলেন সুস্মিতা দাস।
এছাড়া আয়োজিত হয় স্বাধীনতার ৭৫ বছর বিষয়ে আলোচনাচক্র। আলোচনাচক্রে অংশ নেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গঙ্গাপ্রসাদ প্রসেইন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্যদেও পোদ্দার ও লেখক পান্নালাল রায়। সঞ্চালনা করেন কবি নকুল দাস। কবি ও কবিতার মঞ্চে মোট ৯ জন আবৃত্তিতে অংশ নেন। সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় সাংস্কৃতিক মঞ্চে পশ্চিম জেলার ও স্থানীয় শিল্পীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। গতকাল চতুর্থ দিনে বই মেলায় মোট ৫ লক্ষ ৭৭ হাজার ৮৪০ টাকার বই বিক্রি হয়।