অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। ইউক্রেনের প্রধান বন্দর শহর মারিওপোল চূড়ান্ত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে শহরটির মেয়র সেখান থেকে সব বেসামরিক নাগরিকদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়া সহ বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান।
মেয়র ভাদিম বোইচেঙ্কো বলছেন, এখনো মারিওপোলে প্রায় ১ লাখ ৬০ হাজার বেসামরিক নাগরিক পানি ও বিদ্যুৎহীন অবস্থায় আটকা পড়ে আছেন।
তিনি বলেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য ২৬টি বাস অপেক্ষা করছে কিন্তু রাশিয়ান বাহিনী তাদের নিরাপদ পথ দিতে রাজি হয়নি।
তিন আরও বলেন, ‘রাশিয়ান ফেডারেশন আমাদের সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছে’।
রাশিয়ান বাহিনী শহরটিকে ঘিরে রেখেছে। যার ফলে বেসামরিক নাগরিকদের পানি, খাবার এবং ওষুধের তীব্র অভাব দেখা দিয়েছে।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) বলেছে যে, তারা এখনও অবরুদ্ধ মারিওপোলে কোনো সাহায্য পৌঁছে দিতে পারেনি। কারণ এর জন্য রাশিয়া এবং ইউক্রেন কোনো নিরাপদ পথ দিচ্ছে না।
তবে, রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে এবং আটকে পড়া বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোর দিতে একমত হতে বারবার ব্যর্থতার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে।