অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। জাপানি সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে অসামান্য অবদান রয়েছে লেখক হারুকি মুরাকামির। বাংলাদেশেও তিনি ব্যাপক জনপ্রিয়। এ লেখকের গল্প অবলম্বনে তৈরি ‘ড্রাইভ মাই কার’ জিতলো ৯৪তম অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার।
‘ড্রাইভ মাই কার’ পরিচালনা করেছেন রিয়ুসুকে হামাগুচি। তার হাতে ট্রফি তুলে দিয়েছেন আমেরিকান অভিনেত্রী টিফানি হ্যাডিশ ও কানাডিয়ান অভিনেতা সিমু লিউ।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় বসে এবারের আসর।
‘ড্রাইভ মাই কার’ অস্কারের সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত প্রথম জাপানি ছবি। এর জয় মোটামুটি নিশ্চিত ছিল বলা যায়। বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস এবং ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতেছে এটি।
স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত একজন অভিনেতা-নাট্য নির্দেশককে কেন্দ্র করে ছবিটির গল্প। স্ত্রীকে হারানোর দুই বছর পর আন্তন চেখভের ‘আঙ্কেল ভানিয়া’র নাট্য প্রযোজনা নির্দেশনা দিতে প্রিয় গাড়ি নিয়ে হিরোশিমায় যায় সে। পথে যেতে যেতে নারী গাড়িচালকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার।
এবারের অস্কারে সেরা পরিচালক ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখাতেও মনোনয়ন পেয়েছেন রিয়ুসুকে হামাগুচি। ছবিটির সুবাদে ৭৪তম কান উৎসবে সেরা চিত্রনাট্যকার পুরস্কার জেতেন তিনি।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় আরও মনোনয়ন পেয়েছে ‘ফ্লি’ (ডেনমার্ক), ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি), ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’ (ভুটান) এবং ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে)।