অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম দ্য কাশ্মীর ফাইলস দু সপ্তাহেই ২০০ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বড় তারকাদের ছবিকেও পেছনে ফেলেছে এই ছবিটি। অক্ষয় কুমারের ছবি বচ্চন পান্ডেও আয়ের দিক থেকে এই ছবি থেকে পিছিয়ে পড়েছে। যেখানে কাশ্মীরের ফাইল কয়েকদিনের মধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
তবে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর প্রশংসা করেছেন অক্ষয় কুমার। ফিল্ম ফেস্টিভ্যালে অক্ষয় কুমারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অক্ষয় কুমারকে ছবিটির প্রশংসা করতে দেখা গেছে। বিবেক অগ্নিহোত্রীও এই ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন।
অক্ষয় বলেছেন – বিবেক সারা দেশকে সত্য বলেছেন তাই এই ছবিটি এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের সবাইকেই দেশের গল্প বলতে হবে। কিছু পরিচিত, কিছু অজানা, কিছু অজানা। বিবেক কাশ্মীর ফাইল তৈরি করে দেশের অত্যন্ত বেদনাদায়ক সত্য প্রকাশ করেছেন। এই ছবিটি আমাদের সবাইকে উৎসাহি করে তোলে।
Thanks @akshaykumar for your appreciation for #TheKashmirFiles. 🙏🙏🙏 pic.twitter.com/9fMnisdDzR
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 25, 2022
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সাংসদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন যে- ‘সমস্ত কাশ্মীরি হিন্দু এবং সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে তাঁর দ্রুত সিদ্ধান্ত এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’ প্রসঙ্গত, কাশ্মীর ফাইলস সিনেমা ৯০ দশকে কাশ্মীরি হিন্দুদের উপর হওয়ার অত্যাচারকে তুলে ধরেছে। বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা ইতিহাস সিনেমায় তুলে ধরার দরুন এই সিনেমার প্রতি মানুষের আকর্ষণ দেখার মতো।