পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের আরও বেশী করে সচেতন হতে হবে : তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২৮ মার্চ।। বিশ্ব ভোক্তা দিবস-২০২২ উপলক্ষে কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে একটি সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম মন্ত্রী ভগবান চন্দ্র দাস। সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস। উদ্বোধকের ভাষণে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, ভোক্তা দিবসের উদ্দেশ্য হল ভোক্তাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সচেতন করা।

তিনি বলেন, ঔষধ, জামাকাপড় সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় আমরা টেক্স প্রদান করে থাকি। কিন্তু পণ্য ক্রয়ের সময় এর গুণমান, মেয়াদ উত্তীর্ণ কিনা সে সম্পর্কে অনেক ক্ষেত্রেই উদাসীন থাকি। এর ফলে প্রতারণার স্বীকার হই। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার জিএসটি এবং আরও কিছু পদক্ষেপ গ্রহণ করার ফলে প্যাকেট জাতীয় পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমরা প্রতারিত হওয়া থেকে অনেকাংশেই রেহাই পেয়েছি। কিন্তু বাজারে খোলা পণ্যসামগ্রী ক্রয় করার ক্ষেত্রে অনেক সময়েই পণ্যের গুণাগুণ ও মূল্য প্রদানের ক্ষেত্রে প্রতারিত হই। এর জন্য তিনি গ্রাহকদের আরও বেশি করে সচেতন হতে আহ্বান জানান।

মন্ত্রী শ্রী দাস বলেন, এক সময় রেশনসপের সামগ্রী নেওয়ার সময়েও ভোক্তারা প্রতারিত হতেন। এখন রেশনসপে পণ্য সরবরাহের ক্ষেত্রে অনেক স্বচ্ছতা আনা হয়েছে। বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ, আধার লিঙ্ক না মিললে কেউ রেশনসপ থেকে পণ্যসামগ্রী নিতে পারেন না।

সভাপতির ভাষণে কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস বলেন, জাগ্রত গ্রাহকরাই পারে দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে। আমরা সচেতন হলেই জাগ্রত গ্রাহক তৈরী হবে। স্বাগত ভাষণে মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য বলেন, ১৯৮৩ সাল থেকে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। ১৯৮৬ সালের ২৪ ডিসেম্বর ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন হয়।

তিনি জানান, কুমারঘাট মহকুমায় মোট ৮০টি রেশনসপের মধ্যে ১৪টি মহিলা পরিচালিত রেশনসপ রয়েছে। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন পবন পাল, কুমারঘাট বিএসি’র চেয়ারম্যান তপনজয় রিয়াং, কুমারঘাট ব্লকের বিডিও ড. সুদীপ ভৌমিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?