অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। ম্যাচের চতুর্থ মিনিটে সালিও চিসের আত্মঘাতী গোলে কপাল পুড়ল সেনেগালের। ঘরের মাঠ কায়রোতে আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে সেনেগালিজদের ১-০ গোলে হারিয়েছে মিশর।
এই লড়াই ছিল লিভারপুলের দুই ফরোয়ার্ড সাদিও মানে বনাম মোহমেদ সালাহর। কিন্তু দুই নক্ষত্রের কেউ আলো ছড়াতে পারেননি মাঠে।
অন্যদিকে দুর্ভাগ্যই বলতে হবে চিসের। সালাহর শট গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির হাত ছুঁয়ে লাগে গোলপোস্টে। কিন্তু ফিরতি লাগে পাশে চিসের। শট নেওয়ার আগেই সেনেগালিজ ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে।
সেই গোল আর শোধ করতে পারেননি মানেরা। সেই সঙ্গে এক মধুর প্রতিশোধও নিয়ে নিল মিশর। গত ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপের ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর সালাহদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় সেনেগাল। সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হয় সেনেগাল-মিশর।
বাছাইপর্বের অন্য ম্যাচে উত্তর আফ্রিকার দুই দল আলজেরিয়া ও তিউনিসিয়া জিতেছে সমান ১-০ গোলে।
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরক্কো।
সেনেগাল-মিশরের ফিরতি লেগ খেলবে ২৯ মার্চ। জয়ী দল টিকিট নিশ্চিত করবে আগামী নভেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপের।