অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। কে বলেছেন, গ্যারেথ বেল ফুরিয়ে গেছেন? যারা ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ওয়েলসের ম্যাচে ‘ওয়ান হান্ড্রেড ম্যান’কে দেখেছেন, তারা নিশ্চয় এতক্ষণে চুপ হয়ে গেছেন।
কী দুর্দান্ত গোল দু’টি করলেন বেল! একক নৈপুণ্যে ওয়েলসকে ২০২২ বিশ্বকাপের দ্বারপ্রান্তে নিয়ে সমালোচকদের জবাব দিলেন ৩২ বছর বয়সী উইঙ্গার।
কার্ডিফে বেলের জোড়া গোলে প্লে-অফের সেমিফাইনালে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ওয়েলস। সঙ্গে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে খেলার পথে এক পা এগিয়ে গেল ‘ড্রাগনরা’।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত অস্ট্রিয়া। কিন্তু পঞ্চম মিনিটে ক্রিস্তফ বামগার্তনারের নেওয়া শট লাগে গোলপোস্টে। এরপরই ২৫তম মিনিটে জাদুকরি ফ্রি-কিকে বেলের গোল। ঘরের দর্শকদের উদ্যাপনের উপলক্ষ এনে দেন রিয়াল মাদ্রিদ তারকা।
দ্বিতীয়ার্ধে ফের ওয়েলস অধিনায়কের জাদু। ৫১তম মিনিটে ডি-বক্সের ভেতর কোনাকুনি চমৎকার শটে বল পাঠান জালে। তবে ৬৪ মিনিটে একটি গোল শোধ করেও লাভ হয়নি অস্ট্রিয়ার।
দীর্ঘদিন ধরে ক্লাব ফুটবলে মাঠে নেই বেল। রিয়াল থেকে ধারে পুরোনো ক্লাব টটেনহামে এক মৌসুমে খেলে ফের সান্তিয়াগো বার্নাব্যু ফিরেছেন তিনি। কিন্তু লিগের চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি তার। অনেকে ভাবছেন, ফুরিয়ে গেছেন বেল। সেসব সমালোচকদের জবাবটা দুর্দান্ত দুই গোল করে দিলেন তিনি।
প্লে-অফের ফাইনালে ওয়েলস প্রতিপক্ষ হিসেবে পেতে পারে স্কটল্যান্ড বা ইউক্রেনকে। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে প্লে-অফের ম্যাচটি পিছিয়ে গেছে। হয়তো আগামী বৃহস্পতিবার হতে পারে স্কটল্যান্ড-ইউক্রেনের ম্যাচটি।
এই ম্যাচে যে জিতুক না কেন, তাদের হারিয়ে ৬৪ বছর ওয়েলসকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে পারবেন তো বেল?