মারাকানায় গোল উৎসব সারল ব্রাজিল

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। ঘরের মাঠ মারাকানায় গোল উৎসব সারল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

বিরতিতে যাওয়ার আগেই দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন নেইমার। এরপর প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে গোলের দেখা পান ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এটি প্রথম আন্তর্জাতিক গোল।

৭২তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ফিলিপে কুতিনহো। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে চিলির জালে শেষ বলটি পাঠান এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন।

কনমেবল অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। চিলির বিপক্ষে ম্যাচটি ছিল কোচ তিতের শিষ্যদের জন্য নিয়মরক্ষার। ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকে প্রতি আসরে খেলেছে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিলের গোল উৎসবের রাতে বিশ্বকাপ নিশ্চিত করেছে উরুগুয়ে ও ইকুয়েডর। তারা যোগ দিল আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে।

বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। প্যারাগুয়ের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইকুয়েডর।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থানের জন্য লড়াই করবে পেরু, কলম্বিয়া ও চিলি। এই তিন দলের মধ্যে যারা পঞ্চম হবে ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করার জন্য প্লে-অফে তারা মুখোমুখি হবে এশিয়ান কনফেডারেশনের এক দলের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?