নুন দিয়ে কিভাবে দূরীভূত করবেন চুলের সমস্যা

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। বর্তমানে মেয়েদের চুল পড়া সমস্যা বেড়েই চলেছে। বাজারের বিভিন্ন কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করেই কোন ফল দিচ্ছে না। শুধু চুলপড়া নয়। তাছাড়াও চুলের আগা ফেটে যাওয়া, খুশকি হওয়া প্রমুখ সমস্যা রয়েছে। এমত অবস্থায় আপনারা যদি সেরকম কিছু সমস্যার থেকে থাকে বা চুলের সমস্যায় আপনিও ভুক্তভোগী হন। তাহলে আজ জেনে নিন ঘরোয়া উপায় কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

ঘরোয়া উপায়ে আপনি চেষ্টা করে দেখতে পারেন। অনেকে চুলের সমস্যার জন্য আমলা বা রিঠা প্রমূখ জিনিস চুলে লাগিয়ে থাকে। তবে এবার আপনাদের জানাব, নুন দিয়ে কিভাবে আপনি চুলের সমস্যা কিছুটা দূরীভূত করতে পারবেন। নুন রান্নার খাবারে জন্য ব্যবহার করা হয়ে থাকে।

নুন ছাড়া রান্নার খাবার স্বাদ আসে না। এই কারণে যে কোন রান্নাতে নুনের প্রয়োজন ব্যাপক। প্রতিটি বাড়িতে কিছু না থাক নুন থাকবেই। তবেই নুন দিয়ে শুধু রান্না নয় এবার চুলের জন্য ব্যবহার করতে পারেন। চুলের যত্নের জন্য নুন ইউজ করে দেখুন একবার। কিভাবে আপনি চুলে লাগাবেন। আসুন জেনে নিন।

কিছুটা নুন নিয়ে মাথার চুলের উপর ছিটিয়ে দিন। তারপর খুব হালকাভাবে মেসেজ করতে থাকুন। এরপর কিছুক্ষণ পর আপনি জল মাথা দিয়ে ধুয়ে নিন। আপনার চুল যেমন পড়ার হাত থেকে বাঁচাবে, চুলে যে অত্যন্ত তৈলাক্ত ব্যাপার থাকে সেটাও কমাবে। তাছাড়াও খুশকির হাত থেকেও বাঁচাবে। তাছাড়াও চুলকে আপনার চুল ঝলমলে করবে। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নুন ব্যবহার করুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?