অনলাইন ডেস্ক , ২৪ মার্চ।। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ দ্য কাশ্মীর ফাইলস ‘। ছবিটি বক্স অফিসে রমরমিয়ে চলছে। বিভিন্ন তারকারা ছবি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমূখ । ছবি থেকে এখনো পর্যন্ত বেশ ভালোরকম আয় হয়েছে। ছবিটি যে রকম রমরমিয়ে চলছে, আশা করা যায় বক্সঅফিসে আয়ের রেকর্ডে ছবিটি জায়গা করতে পারবে।
ছবির পরিচালক ছিলেন অগ্নিহোত্রী। এবার অজয় দেবগন প্রতিক্রিয়া জানালেন ছবিটির সম্পর্কে। তিনি বলেন, ‘ছবিটি যথেষ্ট অনুপ্রেরণাদায়ক এবং আশ্চর্যজনক’। আপনাদের জানিয়ে রাখি, আসতে চলেছে অজয় দেবগণের ‘ রানওয়ে – 34. ‘ ছবির পরিচালক হলেন স্বয়ং অজয় দেবগন। বলিউডে অজয় দেবগনেরর ভূমিকা সবাই জানে। ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন, অমিতাভ বচ্চন এবং রকুল প্রীত সিংহ।
অজয় দেবগন ছবির প্রচারে এখন যথেষ্ট ব্যস্ত রয়েছেন। তিনি ট্রেলার মুক্তির দিন মঞ্চে উপস্থিত ছিলেন। সেখানেই সাংবাদিকরা এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কি মনে হয়, দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে? তখন তিনি উত্তরে বলেন, না এরকম ব্যাপার নয়। এটা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে এরকম মুভি রয়েছে।’
‘আমি এর আগে লিজেন্ড অফ ভগৎ সিং ছবিতে কাজ করেছি। সেই ছবিটি যথেষ্ট অনুপ্রেরণাদায়ক ছিল। আমার মনে হয় সেরকম কল্পকাহিনী আর কেউ লিখতে পারবে না। তবে এরকম ছবিগুলি সত্য গল্প অনুযায়ী করা হয়ে থাকে।’ তিনি আরো বলেন, যখন কোন কিছু স্ক্রিপ্ট শোনানো হয়। তখন মনে হয়, এটি খুব আলাদা এবং এটা বিশ্বের সামনে আনা উচিত। এরকম অনেক গল্পই বেছে নিয়ে তৈরি করা হয়।