অনলাইন ডেস্ক, ২৪ মার্চ ।। ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দাপ্রস্তাব সমর্থন করেনি চীন। এ বার জি-২০ রাষ্ট্রগোষ্ঠী থেকে রাশিয়াকে বহিষ্কারের উদ্যোগের সরাসরি বিরোধিতা করল শি জিনপিং সরকার।
বুধবার চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েনবিম কূটনৈতিক স্তরে মস্কোর পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে বলেন, ‘জি-২০ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান মঞ্চ। রাশিয়া তার একটি গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র। কোনও সদস্যের অন্য সদস্যকে বহিষ্কার করার কোনও অধিকারই নেই’।
ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করার পর থেকেই মস্কোর উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। রাশিয়ার অর্থনীতিকে আরও বড় ধাক্কা দেওয়ার লক্ষ্যে এ বার জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের তোড়জোড়ও শুরু হয়েছে।
মঙ্গলবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সেই বার্তা দিয়ে বলেছিলেন, ‘রাশিয়াকে আর জি-২০ গোষ্ঠীতে রাখা উচিত কি না, সে বিষয়ে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলি আলোচনা শুরু করেছে’।
এর পরেই রাশিয়ার প্রতি সমর্থনে বার্তা এসেছে চীন থেকে।
ওদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধিতা সত্ত্বেও চলতি বছর জি-২০ সম্মেলনে সশরীরে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্দোনেশিয়ার রুশ রাষ্ট্রদূত ল্যুদমিলা ভরোভিয়েভা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্সকে ল্যুদমিলা বলেন, ‘তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে চান এবং এজন্য ইন্দোনেশিয়ায় আসার পরিকল্পনাও তার রয়েছে’।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর একটি জোট জি-২০। শিল্পোন্নত ধনী দেশগুলোর এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জলবায়ু পরিবর্তন ও উন্নয়নসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়াই এই গোষ্ঠীটির লক্ষ্য।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে জি-২০ ও ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য পোল্যান্ড সম্প্রতি জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার পোল্যান্ডের সরকারি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের এ বিষয়ক পরামর্শ দিয়েছেন। জবাবে মার্কিন কর্মকর্তারা ‘ইতিবাচক সাড়া’ দিয়েছন বলেও উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো যদি জি-২০ জোট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাব দেয়, সেক্ষেত্রে চীন, ভারত ও সৌদি আরবের মতো জোটের অন্যান্য দেশগুলোর ভেটো দেওয়ার সম্ভাবনাও প্রবল বলে জানিয়েছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।