স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মার্চ।। নগর উন্নয়ন মন্ত্রী সান্ত্বনা চাকমা আজ সচিবালয়ে অনলাইনের মাধ্যমে নগর উন্নয়ন দপ্তরের দুটি অনলাইন পরিষেবার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, অনলাইন সার্ভিসের মাধ্যমে মানুষ আজ ঘরে বসেই তার নিজের সমস্যা সমাধান করতে পারছেন। হয়রানির শিকারও অনেকাংশ লাঘব হচ্ছে।
বর্তমানে অনেকগুলি অনলাইন পরিষেবার সুবিধা নগর উন্নয়ন দপ্তর মানুষকে দিতে পারছে। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট। রাজ্যের সবগুলি নগর উন্নয়ন এলাকার সমস্যা সমাধানে রাজ্য সরকার কাজ করে চলছে।
উল্লেখ্য, আজ যে দুটি অনলাইন পরিষেবার উদ্বোধন হয়েছে সেগুলি হলো সেফটিক ট্যাংক ক্লিয়ারেন্স বুকিং এবং ওয়াটার ট্যাংক বুকিং। অনুষ্ঠানে নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে ও অধিকর্তা তমাল মজুমদার বক্তব্য রাখেন।