অনলাইন ডেস্ক, ২৪ মার্চ ।। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক দূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন আনাতোলি চুবাইস। দেশটি ইউক্রেন আক্রমণের পর পদত্যাগ করা সবচেয়ে সিনিয়র কর্মকর্তা তিনি। খবর বিবিসি।
চুবাইস বর্তমানে স্ত্রীর সঙ্গে তুরস্কে রয়েছেন। তবে তিনি দেশে ফিরবেন কিনা কেউ নিশ্চিত নন।
আন্তর্জাতিকভাবে রাশিয়ার টেকসই উন্নয়ন লক্ষ্য সমন্বয় নিয়ে কাজ করছিলেন চুবাইস।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ২০১৫ সালে হত্যাকাণ্ডের শিকার পুতিন-বিরোধী বরিস নেমতসভের ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনার ঝড় তোলেন চুবাইস। যাকে অনেকেই ক্রেমলিনের সমালোচনা হিসেবে দেখেছিলেন।
একটি সূত্র বার্তা সংস্থা তাস কে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের বিশেষ প্রতিনিধি হিসেবে পদত্যাগের পাশাপাশি রাশিয়া ত্যাগ করেছেন চুবাইস।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, চুবাইস নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি রাশিয়ায় আছেন নাকি অন্য কোথাও গেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার
চুবাইসকে কখনো ক্রেমলিনের ভেতরের মানুষ হিসেবে দেখা হতো না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে রাশিয়ার অর্থনৈতিক সংস্কারে বিতর্কিত ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত চুবাইস। বরিস ইয়েলৎসিনের শাসনামলে তার বেসরকারিকরণের উদ্যোগে রাশিয়া বিপুলসংখ্যক ধনী তৈরি হয়।