স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাইজড করার লক্ষ্যে বর্তমানে ভোক্তাদের ব্যবহৃত পুরনো রেশন কার্ডের পরিবর্তে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক দপ্তর মাইক্রোচিপস ভিত্তিক রেশন কার্ড দেবার পরিকল্পনা নিয়েছে। এর বাস্তবায়ণের লক্ষ্যে রাজ্যের অনলাইন রেশন কার্ড ডাটাবেস সকল রেশন কার্ডধারী ভোক্তাদের তথ্যাদি চেকিং-র কাজ শুরু করা হয়েছে এবং এই কাজ সম্পূর্ণ হলে স্মার্ট রেশন কার্ড দেবার প্রক্রিয়া শুরু করা হবে।
আজ রাজ্য বিধানসভার বিধায়ক শঙ্কর রায়ের এক প্রশ্নের লিখিত উত্তরে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আশা করা হচ্ছে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই রাজ্যের সকল শ্রেণীর রেশন কার্ড হোল্ডারদের স্মার্ট রেশন কার্ড প্রদানের কাজ শুরু করা যাবে।
তিনি জানান, বর্তমানে রাজ্যের ব্যবহৃত ভোক্তাদের রেশন কার্ডগুলি ২০১০ সালে প্রদান করা হয়েছিল।