স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ দি ত্রিপুরা পুলিশ (সেকেন্ড এমেন্ডমেন্ট) বিল ২০২২(দি ত্রিপুরা বিল নং ৭ অব ২০২২) গৃহিত হয়েছে। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিলটি সভায় পেশ করলে তা ধ্বনি ভোটে গৃহিত হয়। “দি ত্রিপুরা ফিসক্যাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্ট (ফিফথ এমেন্ডমেন্ট) বিল ২০২২ (ত্রিপুরা বিল নং ৬ অব 202২)” বিলটিও সভায় গৃহিত হয়েছে।
উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিলটি সভায় পেশ করলে তা শুনি ভোটে গৃহিত হয়। তাছাড়াও ত্রিপুরা প্রটেকশন অব ইন্টারেট অব ডিপার্টমেন্ট-(ইন ফিনান্সিয়াল এস্টাব্লিশমেন্ট) (রিপিল) বিল ২০২২ (দি ত্রিপুরা বিল নং ১২ অব ২০২২)” আজ রাজ্য বিধানসভায় গৃহিত হয়েছে।
উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা লিটি সভায় পেশ করলে তা ধুনি ভোটে গৃহিত হয়। ‘‘দি স্যালারিজ এলাউন্সেস, পেনশন এন্ড আদার বেনিফিটস অব দি মিনিস্টার্স, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অব অপজিসন, গভর্নমেন্ট চীফ হুইপ এন্ড দি মেম্বার অব দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি (ত্রিপুরা) (সেভেনথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২ (দি ত্রিপুরা বিল এন্ড ৪ অব ২০২২)” আজ রাজা বিধানসভায় গৃহিত হয়েছে। আইন এবং পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সভায় বিলটি পেশ করলে তা ধ্বনি ভোটে গৃহিত হয়।