স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। আজ বিকালে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আসন্ন ৪০তম আগরতলা বইমেলার প্রস্তুতি পর্বের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিদর্শনকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা বইমেলা প্রস্তুতি কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগমের অ্যাসিস্টেন্ট মিউনিসিপল কমিশনার রঞ্জিত দাস সহ আরক্ষা দপ্তর, ট্রাফিক, গ্রামোন্নয়ন দপ্তর ও বইমেলা আয়োজনের সাথে যুক্ত অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল সজ্জার কাজ, মঞ্চসজ্জা, সেমিনার, কবিসম্মেলনের মঞ্চ প্রস্তুতির কাজ, বইমেলার থিম প্যাভিলিয়নের কাজ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী জানান, কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই ৪০তম বইমেলা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগরতলা বইমেলা উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মেলা।
রাজ্যের ও বহির্রাজ্যের বইবিক্রেতা, প্রকাশক, বইপ্রেমী, সাহিত্যিক, শিল্পী প্রত্যেকের উপস্থিতিতে এবারের বইমেলা একটি ঐতিহাসিক রূপ নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন, অন্যান্য বার থেকে এবারের বইমেলাকে একটু ভিন্নরূপ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
৪০তম আগরতলা বইমেলাকে সর্বাঙ্গীণভাবে আরও সুন্দর করে তুলতে কারও কোনো ধরণের মতামত থাকলে তা জানাতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, ২৫ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে ৪০তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।