স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। আজ রাজ্য বিধানসভায় “দি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ এন্ড ল্যান্ড রিফর্মস (থারটিনথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২ (দি ত্রিপুরা বিল নং ৯ অব ২০২২) গৃহিত হয়েছে। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ বিলটি সভায় পেশ করলে তা ধুনি ভোটে গৃহিত হয়। তাছাড়াও ‘‘দি ত্রিপুরা ৱিপিলিং এন্ড সেভিং বিল ২০২২ (দি ত্রিপুরা বিল নং ৩ অব ২০২২) আজ রাজ্য বিধানসভায় গৃহিত হয়েছে।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিলটি সভায় পেশ করলে তা ধুনি ভোটে গৃহিত হয়। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচনার পর ‘‘নেশন্যাল ল ইউনির্ভাসিটি, ত্রিপুরা বিল, ২০২২ (দি ত্রিপুরা বিল নং ৫, অফ ২০২২) গৃহিত হয়েছে। এই বিলটি অনুমোদনের জন্য আইনমন্ত্রী রতনলাল নাথ পেশ করেন। ত্রিপুরা মিউনিসিপাল (এইটথ অ্যামেন্ডম্যান্ট) বিল, ২০২২ (দি ত্রিপুরা বিল নং ৮ অঞ্চ ২০২২) ” আজ বিধানসভায় গৃহিত হয়।
বিধানসভার অনুমোদনের জন্য বিলটি পেশ করেন নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা।“দি ত্রিপুরা ফায়ার এন্ড ইমারজেন্সি সার্ভিসেস বিল, ২০২২ (দি ত্রিপুরা বিল নং ১১ অফ ২০২২ ) আজ সভায় গৃহিত হয়। অনুমোদনের জন্য বিলটি বিধানসভায় পেশ করেন অগ্নি এবং জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। আলোচনার পর আজ বিধানসভায় “দি ফেক্টোরিজ (ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২ (দি ত্রিপুরা বিল নং ১০ অফ ২০২২) গৃহিত হয়। বিধানসভায় অনুমোদনের জন্য বিলটি সভায় পেশ করেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস।