অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। পাঁজরের হাড়ে চিড় ধরায় ৪-৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন রাফায়েল নাদাল। গত শনিবার ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে এই চোট পান তিনি।
তবে এই ম্যাচে চোট পেলেও কার্লোস আলকারেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন নাদাল। অবশ্য পাঁজরের চোট ঠিকই ভুগিয়েছে এই স্প্যানিয়ার্ডকে।
ফাইনালে টেলর ফ্রিৎজের বিপক্ষে হেরে যান রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। নাদাল জানান, ম্যাচটিতে ব্যথায় তার শ্বাস-প্রশ্বাসেরও সমস্যা হচ্ছিল। মাথাও ঘুরাচ্ছিল।
কমপক্ষে ৪ থেকে ৬ মাস মাঠের বাইরে থাকতে হওয়ায় বেশ কয়েকটি টুর্নামেন্টে দেখা যাবে না নাদালকে। তার মধ্যে আছে মন্টে কার্লো ও বার্সেলোনার ক্লে-কোর্টের লড়াই। ২২ মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত ৩৫ বছর বয়সী তারকা। রেকর্ড ১৩ বার রোঁলা-গারোর শিরোপা জিতেছেন ক্লে-কোর্টের এই রাজা।
চোট সেরে চলতি বছর কোর্টে প্রত্যাবর্তনটা শিরোপা জয়ে রাঙান নাদাল। মহাকাব্যিক ফাইনালে ডেনিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড।
টানা ২০ জয়ের অভিযানের সমাপ্তি ঘটে তার ক্যালিফোর্নিয়ায় ফ্রিৎজের বিপক্ষে হেরে। বছরে যা তার প্রথম হারও।
পাঁজরে চোট পাওয়ায় ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পর অনুশীলন শুরু করতে পারবেন নাদাল। আশা করা যাচ্ছে, ৬ সপ্তাহ পর মাদ্রিদ ওপেন দিয়ে কোর্টে ফিরতে পারেন তিনি।