অনলাইন ডেস্ক, ২০ মার্চ।। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘আক্রোশমূলক’ বলে অভিহিত করেছে চীন।
ভাইস পররাষ্ট্রমন্ত্রী লে ইউচেং বলেন, ন্যাটোর উচিত হবে না পূর্ব দিকে সম্প্রসারণ করা, রাশিয়ার মতো পারমাণবিক শক্তিকে কোণঠাসা করে দেওয়া। চীন রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি তারা এ হামলাকে আগ্রাসন বলতেও অস্বীকার করেছে।
তবে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। তারা মস্কোর ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞারও বিরোধিতা করেছে। বেইজিংয়ে নিরাপত্তা ফোরামে শনিবার এক আলেচানায় লে আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি ক্রমাগত আক্রোশমূলক হয়ে উঠছে।
তিনি বলেন, রাশিয়ান নাগরিকদের অকারণে বৈদেশিক সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে নিষেধাজ্ঞা সমস্যার সমাধান করতে পারে না। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করবে, অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাকে প্রভাবিত করবে… এবং বিশ্ব অর্থনীতিকে আরো খারাপ করবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এক ভার্চ্যুয়াল বৈঠক করেন। ছীনের পক্ষ থেকে এরপর প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটকেই পরোক্ষে দায়ী করা হয়।
বিবৃতির অর্ধেকেরও বেশি অংশ জুড়েই রয়েছে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের ক্ষোভ। এর পাশাপাশি ইউক্রেন ইস্যুতে ন্যাটো যেভাবে কেবলই রাশিয়াকে দায়ী করছে, তারও তীব্র প্রতিবাদ করা হয়েছে।
চীনা সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার আলোচনায় চিনপিং বলেন, ‘যুদ্ধে কারও স্বার্থরক্ষা হয় না। শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব দেওয়া উচিত। দুই দেশের সম্পর্ক সামরিক সংঘাতে গড়ানো উচিত নয়’।