স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।। প্রশাসনকে মানুষের হাতের কাছে পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে। মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে মোহনপুর মহকুমার মহকুমা শাসক অফিসে আজ নাগরিক পরিষেবা কেন্দ্র চালু করা হয়েছে।
আজ গামছাকোবরা এডিসি ভিলেজের কানদ্রা হাতাই-য়ে বোধজংনগর তহশিল অফিস এবং আমার তহশিল নাগরিক পরিষেবা কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
এর আগে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে নাগরিক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বোধজংনগর তহশিল উদ্বোধনের ফলে মোহনপুর মহকুমার গামছাকোবরা, উত্তর বোধজংনগর, বোধজংনগর, অভিচরণ, ভগবান চৌধুরী, বীরমোহন, লেযুগা এলাকার মানুষের দীর্ঘদিনের আশা পুরণ হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার লেফুঙ্গা ব্লকে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য একটি একলবা আবাসিক বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডিসি রনেল দেববর্মা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক তখিরাই দেববর্মা, লেফুঙ্গা ব্লকের বিডিও মহেন্দ্র কাছে, পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার নীহার দেববর্মা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সুভাষ দত্ত। সভাপতিত্ব করেন লেযুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা।