সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “হিরণময় চক্রবর্তী” সম্মানে ভূষিত হয়েছেন প্রণব সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।। ত্রিপুরায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “হিরণময় চক্রবর্তী” সম্মানে ভূষিত হয়েছেন প্রবীণ সাংবাদিক জীতেন পাল (মরনোত্তর) এবং বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার।

আগরতলা প্রেস ক্লাবে গঠিত কমিটি বিভিন্ন বিষয় বিবেচনা করে দু’জনের নাম চূড়ান্ত করেছে। আজ প্রেস ক্লাবের কার্যকরী কমিটিতে তার অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা, ত্রিপুরা এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী, নর্থ ইস্ট কালার্স প্রত্রিকার সম্পাদক সঞ্জীব দেব এবং ত্রিপুরা অবজারভার পত্রিকার সম্পাদক অরুণ নাথ। প্রয়াত জীতেন পাল ছিলেন জাগরণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। রাজ্যের সংবাদ জগতে তার বিশেষ অবদান রয়েছে।

প্রণব সরকার হেডলাইনস ত্রিপুরার প্রতিষ্ঠাতা সম্পাদক। আগামী ২৬শে মার্চ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে। একই সাথে আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও পুরস্কার প্রদান করা হবে। ২৭শে মার্চ হবে প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা।

প্রেসক্লাবের আজকের কার্যকরী কমিটির বৈঠকে সর্বসম্মত ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সদস্য পদ দেওয়া স্থগিত রেখেছে। একই সাথে প্রেস স্টিকারের অপব্যবহার রোধে রাজ্য পুলিসের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?