অনলাইন ডেস্ক, ১মার্চ ।। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কেন্দ্রস্থল চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা।
বিবিসি বলছে, রাশিয়ার সেনারা শহরটিতে স্থল হামলা শুরু করেছে। এ শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার কাছাকাছি।
ফেসবুক পোস্টে খেরসন শহরের মেয়র ইগর কয়খায়েভ বলেছেন, ‘খেরসন শহরের প্রবেশমুখে রাশিয়ার সৈন্যরা চেকপোস্ট বসিয়েছে।’
তিনি বলেন, ‘খেরসন ইউক্রেনের ছিল এবং থাকবে।’
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেন টোয়েন্টিফোরকে খেরসন-ভিত্তিক সাংবাদিক এলিনা পানিনা জানিয়েছেন, রাশিয়ার সেনারা শহরটি ঘিরে ফেলেছে। সবদিকে রাশিয়ার সেনা এবং সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে।
স্থানীয় সাংবাদিক জানান, শহরে এখনো বিদ্যুৎ ও পানি সরবরাহ রয়েছে। তবে তিন লাখ অধিবাসীর জন্য শহরের ভেতরে খাদ্য সামগ্রী নিয়ে আসা বেশ কঠিন হয়ে গেছে। কারণ, শহরের বাইরে বিভিন্ন গুদামে খাদ্য মজুদ করা হয়েছে।
এদিকে ইউক্রেনে ষষ্ঠ দিনে পড়া রাশিয়ার সামরিক অভিযান নতুন মোড় নিতে যাচ্ছে। ব্যাপক প্রতিরোধের মুখে পড়লেও রাজধানী কিয়েভ দখলে মরিয়া রুশ বাহিনী।
স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, কিয়েভের পথে রুশ বাহিনীর একটি সামরিক বহর এগিয়ে আসছে। বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।
অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের ওপর হামলা শুরু করেছে। কিয়েভসহ ইউক্রেনের সব প্রধান প্রধান শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেন বাজানো হচ্ছে।