অনলাইন ডেস্ক, ১মার্চ ।।ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবল ক্লাব চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের ঘাড়ে এসে পড়েছে চলমান ইউক্রেন যুদ্ধ থামানোর দায়িত্ব!
বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধ থামাতে তার সহায়তা চাওয়া হয়েছে। তারা প্রত্যাশা করছে আব্রামোভিচ একটি শান্তিপূর্ণ সমাধানের এনে দিতে পারবেন।
বর্তমানে সংকটের অবসানের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে বেলারুশে আলোচনা চলছে।
আব্রামোভিচের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, ইউক্রেন সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের জন্য যোগাযোগ করা হয়।
এরপর থেকে তিনি (আব্রামোভিচ) সেই চেষ্টা করে যাচ্ছেন।
৫৫ বছর বয়সী আব্রামোভিচকে বলা হয় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট।
এর আগে যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয় যে ইউক্রেন আব্রামোভিচের সহযোগিতা চেয়েছে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরাতে।