অনলাইন ডেস্ক, ১ মার্চ ।। ইউক্রেনে ষষ্ঠ দিনে পড়া রাশিয়ার সামরিক অভিযান নতুন মোড় নিতে যাচ্ছে। ব্যাপক প্রতিরোধের মুখে পড়লেও রাজধানী কিয়েভ দখলে মরিয়া রুশ বাহিনী।
বিবিসি বলছে, রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সামরিক বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের ওপর হামলা শুরু করেছে।
কিয়েভসহ ইউক্রেনের সব প্রধান প্রধান শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেন বাজানো হচ্ছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকা শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের প্রায় ৭০ জন সেনা নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
সুমি অঞ্চলের প্রাদেশিক প্রশাসনের প্রধান দিমিত্রো জিভিতস্কি বলেছেন, ওই হামলায় ইউক্রেনের একটি সেনা ইউনিট ধ্বংস হয়ে যায়। উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।