অনলাইন ডেস্ক, ১মার্চ ।। ইউক্রেনে নিষিদ্ধ ঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া। এ দাবি করেছেন ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ওকসানা মারকারোভা।
বিবিসি জানায়, সোমবার কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের কাছে চলমান পরিস্থিতির সারসংক্ষেপ উপস্থাপনের সময় এ অভিযোগ করেন তিনি।
পরে সাংবাদিকদের মারকারোভা বলেন, তারা আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। অথচ তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ।
প্রতিবেদনে বলা হয়, ভ্যাকুয়াম বোমার ক্ষেত্রে প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না। এ ক্ষেত্রে উচ্চচাপ তৈরি করে আশপাশের এলাকার অক্সিজেন টেনে নিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।
তবে ইউক্রেনে আসলেই ভ্যাকুয়াম বোমা ব্যবহার করা হয়েছে কি না, তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।
হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এর আগে চেচনিয়া রুশ প্রজাতন্ত্রে এ ধরনের বোমার ব্যবহার দেখা গিয়েছিল।
গত শনিবার সিএনএনের প্রতিবেদনেও বলা হয়েছিল, রাশিয়ার বেলগোরোদ শহরের কাছে একটি ভ্যাকুয়াম রকেট লঞ্চার দেখা গেছে।
এ দিকে ইউক্রেনে ষষ্ঠ দিনে পড়া রাশিয়ার সামরিক অভিযান নতুন মোড় নিতে যাচ্ছে। ব্যাপক প্রতিরোধের মুখে পড়লেও রাজধানী কিয়েভ দখলে মরিয়া রুশ বাহিনী।
বিবিসি বলছে, রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সামরিক বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের ওপর হামলা শুরু করেছে।
কিয়েভসহ ইউক্রেনের সব প্রধান প্রধান শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেন বাজানো হচ্ছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকা শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের প্রায় ৭০ জন সেনা নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
সুমি অঞ্চলের প্রাদেশিক প্রশাসনের প্রধান দিমিত্রো জিভিতস্কি বলেছেন, ওই হামলায় ইউক্রেনের একটি সেনা ইউনিট ধ্বংস হয়ে যায়। উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।