অনলাইন ডেস্ক, ১ মার্চ।। দেখতে দেখতে শীত বিদায় নিল, গরম পড়তে শুরু করল। এরমধ্যেই মশার আবির্ভাব আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। বিশেষত যাদের বাড়িতে গাছপালা বেশি তাদের বাড়িতে মশার অভাব হবে না।
কিছু কিছু মশার কামড় বড় রকমের রোগের আবির্ভাব ঘটে যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। তবে কিছু ঘরোয়া উপায়ে মশাকে হাত থেকে বাঁচা সম্ভব এবং এসব ঘরোয়া উপায়ে আপনার বাজারে কেনা ক্যামিক্যালের থেকেও আপনাকে বাঁচাবে। আসুন জেনে নিন, কী কী সেই ঘরোয়া টোটকা!প্রথমেই আছে রসুন, রসুনের গন্ধ মশারা একদমই সহ্য করতে পারেনা। তাই আপনি যদি একটু বেশি রসুন খান, তাহলে মশারা আপনার গায়ে বসবে না।
মশাদের বেসিল পাতা একদমই সহ্য হয় না। এই পাতার গন্ধ মশারা একদমই নিতে পারে না। তাই এই পাতার নির্যাস থেকে তেল বের করে আপনি গায়ে মাখলে মশারা আপনার কাছে থাকবে না। এই বেসিন পাতার পাশাপাশি আপনি পুদিনার পাতা ব্যবহার করতে পারেন।
পুদিনা পাতা একদমই সহ্য করতে পারে না মশারা। তাই পুদিনা পাতার নির্যাস থেকে বের হওয়া তেল, আপনি হাতে, পায়ে মাখতে পারেন। নিম পাতার নির্যাস থেকে তৈরি হওয়া তেল আপানি ব্যবহার করলে মশারা আপনার আশে পাশে থাকবে না।
নিমপাতা মশাদের দূর করতে একটা কার্যকরী উপায়। নিম পাতার তেল গায়ে মাখলে মশারা দূরে থাকবে। তবে আরো একটা জিনিস মাথায় রাখতে ভুলবেন না। মশাদের পছন্দের কিছু জিনিস হল মিষ্টি গন্ধ এবং সুগন্ধি ফুল।