অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্পিনার সনি রামাধিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৫০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রামাদিনের। আর ক্যারিয়ারের ইতি টানেন ৪৩ টেস্টে ২৮.৯৮ গড়ে ১৫৮ উইকেট নিয়ে।
রামাদিনের মৃত্যুতে শোক জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বোর্ড প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, ‘সিডব্লিউআই-এর পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি রামাধিনের পরিবার-পরিজনকে গভীর সমবেদনা জানাতে চাই।’
১৯৫০ সালে ইংলিশদের বিপক্ষে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক টেস্ট সিরিজ় জয়ের নায়ক ছিলেন রামাধিন ও আলফ ভ্যালেন্টাইন। এই ‘দুই স্পিন জাদুকরের’ হাত ধরের প্রথমবারের মতো ইংল্যান্ড জয় করে উইন্ডিজ। ভ্যালেন্টাইন চলে গেছেন ২০০৪ সালে। এবার বন্ধুকে সঙ্গ দিতে চলে গেলেন ভারতীয় বংশোদ্ভূত রামাদিন। দুজনের টেস্ট অভিষেক হয়েছিল একইদিনে।