স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী।। রাজ্যে শান্তি ও উন্নয়নের ধারায় প্রতিবন্ধকতা তৈরির প্রয়াসকে কড়া হাতে মোকাবিলা করা হবে। ষড়যন্ত্রমূলকভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস ও দুর্বৃত্তপনা কোনোভাবেই বরদাস্ত করা হবেনা।
আইনী পথে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বিকেলে আগরতলায় একটি অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই ঘটনায় আক্রান্ত পুলিশকর্মী শ্রীমন্ত ভীলকে দেখতে আজ জিবিপি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কর্তব্যরত অবস্থায় শ্রীমন্ত ভীল কপালে আঘাত পান। সফরকালে মুখ্যমন্ত্রী আহত পুলিশকর্মী শ্ৰীমন্ত ভীলের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন ও তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।
মুখ্যমন্ত্রী আহত পুলিশকর্মী শ্রীমন্ত ভিলের চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সাথেও কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে রাজনৈতিক ছত্রছায়ায় একাংশ স্বার্থান্বেষী রাজ্যের শান্তি ও উন্নয়নের ধারাকে নষ্ট করতে চাইছে।
অপরাধমূলক কাজের সাথে যুক্ত এবং তাদের মদতপুষ্ট দুষ্কৃতী ও সমাজদ্রোহীরা ইট পাটকেল, বিস্ফোরক, পেট্রোল বোমা দ্বারা পুলিশ ও সাধারন নাগরিকদের উপরে আক্রমণ চালায়। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী ও অপরাধকান্ডের সাথে যুক্ত ব্যক্তিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবেনা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সচিব পিকে গোয়েল, ওএসডি সঞ্জয় মিশ্র প্রমুখ। এরপর তিনি জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারটিও পরিদর্শন করেন।
এখানে চিকিৎসাধীন বেশ কয়েকজন ও তাদের পরিজনদের সাথে কথা বলেন। আজ আক্রান্ত পুলিশকর্মী শ্রীমন্ত ভীলকে দেখতে জিবিপি হাসপাতালে যান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি পরিবার পরিজনদের সাথেও কথা বলেন তিনি। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।