অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ইউরোপী ইউনিয়ন ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশকে অস্ত্র সহায়তার ঘোষণা দিল সংস্থাটি। খবর বিবিসি।
রবিবার স্থানীয় সময় দুপুরে ইইউ’র প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এ ঘোষণা দেন। তিনি এ সিদ্ধান্তকে যুগান্তকরী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়া ও বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন এবং ইউরোপের আকাশ সীমা রাশিয়ার জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেন।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখতে প্রতিরক্ষা প্রধানদের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট।
তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনীর পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে যুদ্ধকালীন প্রস্তুতিতে রাখার জন্য প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘোষণার খবর আসার আগে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন সম্মত হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়। তবে তারা কোনো পূর্বশর্ত মানতে রাজি নয়।
বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর এক বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।
অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। বাকি তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।রবিবার খারকিভে প্রবেশ করে রাশান সৈন্যরা। তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়।
খারকিভের বিভিন্ন অংশে রাশিয়ান ট্যাংক ও যুদ্ধ যান দেখা যায়। এ সময় গোলার শব্দও শোনা যায়। ইউক্রেন সরকার কয়েকটি ভিডিওতে জ্বলন্ত রাশিয়ান যুদ্ধযানের তথ্য জানায়।