অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। প্রাচীন কালের বিভিন্ন পুথি তে ঋষি মুনিদের উল্লেখিত বিভিন্ন মন্ত্রের উপকারিতা সম্পর্কে আমরা জানতে পারি। মন্ত্র এমন এক শক্তি যা আমাদের জীবন এক মূহুর্তে বদলে দিতে পারে। বর্তমান সময়ে আমাদের সবার জীবনে শারীরিক, মানসিক সমস্যা বিদ্যমান। আমরা এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করি।
তার মধ্যে এক অন্যতম উপায় হল স্নানের সময় এক বিশেষ মন্ত্র জপ করা। হিন্দু ধর্মে এই স্নান মন্ত্র অত্যন্ত মাহ্যত্ম পূর্ণ। এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে আমাদের শরীরে এক অদ্ভুত এর্নাজির প্রবেশ ঘটে যা আমাদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক ভাবে স্নানের মধ্যে দিয়ে এই মন্ত্র জপ করে আমরা বিষন্নতা কাটিয়ে উঠতে পারি। স্নান আমাদের ভিন্ন গ্ৰহদোষ কাটিয়ে দেয়। প্রাচীন কালে ঋষি মুনিরা এই প্রথা অবলম্বন করতে। অনেক সময় আমরা আমাদের পূর্ব পুরুষ দের এই মন্ত্র জপ করতে দেখেছি। হিন্দু ধর্মে গঙ্গা, যমুনার জল অতি পবিত্র। প্রাচীন কালে লোক নদী তে স্নান করে এই মন্ত্র পাঠ করত। কিন্তু বর্তমানে জটিলতর পরিস্থিতিতে আমাদের তা সম্ভব হয়ে ওঠে না। মনকে শান্ত রাখতে এবং যে কোন সাফল্যে এই মন্ত্রটি পাঠ করার পরামর্শ দেওয়া হয়। মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই মন্ত্র পাঠ করলে অবশ্যই চটজলটি এর ফল পাবেন। আসুন তাহলে জেনে নেই এই শক্তিশালী মন্ত্রটি
“ও৺ গঙ্গে চলে যমুনে চৈব গোদাবরী সরস্বতী
নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্নিন সন্নিধিং কুরু।। “